দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ...



Please wait ...
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ...
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান...
বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি! কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবীর...
প্রতিচ্ছবি মূলত স্মরণীয় কবি-লেখকগনের অমর লেখার সংগ্রহশালা। প্রতিচ্ছবিতে আপনিও আপনার লেখা প্রকাশের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। প্রতিচ্ছবিতে লেখা প্রকাশ ছাড়াও আপনার লেখক বন্ধুরদের সাথে সামাজিক যোগাযোগ গড়ে তুলতে পারবেন। অতএব আজই প্রতিচ্ছতে লেখক হিসাবে নিবন্ধনের মাধ্যমে যোগদিন।
কপিরাইট © 2020-2021 প্রতিচ্ছবি কর্তৃক সর্বসত্ত সংরক্ষিত।