এক তুমি, আদ্বিতীয় তুমি তুমি আমার পালনীওয়ালা তুমি আমার আল্লাহতায়ালা।। তোমার দেওয়া ক্বোরআনী বিধান- পেয়েছি এইতো মোদের শোকরিয়া। তোমার সেই আবে-কাওছার তোমার সেই রহমতের ভান্ডার দাও মোদের উপর খুলিয়া। তুমি মোদের জপমালা দিবস রজনীর মন্ত্রণা। দেখিনি তোমার হাশর...